পাবনায় তিনটি বালুমহলে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সাতটি ভেকু মেশিন ও একটি ট্রাক অকেজো করা হয়।
অবৈধভাবে বালু কাটার সাথে জড়িত থাকা শ্রমিকরা পালিয়ে গেলে কাউকে জরিমানা আদায় বা গ্রেফতার করা যায়নি। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নদী এবং চর এলাকা থেকে বালু উত্তোলনের সাথে জড়িত প্রভাবশালী চক্রটিও ধরা-ছোঁয়ার বাইরে থাকায় তাদেরকেও আটক করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস অভিযানের বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (৪ জানুয়ারি) দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ ও র্যাব-১২ কে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ আকন্দসহ আরো একজন ম্যাজিস্ট্রেট এই অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানের বিষয়টি আগে থেকে জেনে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি এও বলেন, উপজেলার লক্ষীকুন্ডা,দাদাপুর,ও বিলকেদারে তিনটি পৃথকভাবে অভিযান চালানো হয়। এসময় বালু কাটার সাতটি ভেকু মেশিন ও একটি ট্রাক অকেজো করা হয়।