বিনোদন প্রতিবেদক: দেশের সংস্কৃতি কর্মীরা প্রধানত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সংস্কৃতির চর্চা করে থাকে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজ কয়েক হাজার সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি চর্চায় নিয়োজিত রয়েছেন। করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতেও সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছে নরসিংদী গীতিকার পরিষদ।
এরই ধারাহিকতায় নরসিংদী গীতিকার পরিষদের সভাপতি , স্বনামধন্য গীতিকার ও সুরকার ,গীতিকবি, এস এম শ্রাবণ কাজীর লেখাও সুরে -“প্রেম আগুনে পুইড়া হইলাম ছাই ”
কন্ঠ শিল্পী – খাইরুন ন্নাহার নদী
এস এম শ্রাবণ কাজী ! নরসিংদী গীতিকার পরিষদের, সভাপতি । প্রবাসে অবস্থান করেও শ্রোতাদের একের পর এক সুস্থ সংস্কৃতির অনবদ্য সৃষ্টি গান উপহার দিয়ে যাচ্ছেন।আলোচিত এই গীতিকারের লেখা অসংখ্য গান ইতোমধ্যে পরিবেশন করেছেন দেশ ও দেশের বাহিয়ের স্বনামধন্য শিল্পীরা
তাল বাজ মিডিয়া ও তাল বাজ ইউটিউব চ্যানেল এর ব্যানারে এবং ফেইসবুক পেইজ এ ইতিমধ্যে শ্রোতা দের মধ্যে বেপক সারা পেয়েছে এবং দর্শক দের কথা মাথায় রেখে সামনে তাল বাজ মিডিয়া তাল বাজ দ ইউটিউব চ্যানেল এর ব্যানারে আরো ৬টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে শিল্পী ও গীতিকার উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন। তাল বাজ মিডিয়ার পরিচালক সম্রাট।