সমবায়ের মাধ্যমে দেশকে আত্বনির্ভরশীল করে একটি মর্যদাপুর্ন রাষ্টে পরিনত করতে হবে।একমাত্র সমবায় এর মাধ্যমেই দেশকে উন্নয়নশীল গড়ে তোলা সম্বব সেকারনে সমবায় এর মাধ্যমে গ্র্রামীন জনপথ এর ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পকে লোন দিয়ে এসব প্রতিষ্ঠানকে বাচিয়ে রাখতে হবে।
এরাই বাংলাদেশকে উন্নত রাষ্টে পরিনত করতে এগিয়ে আসবে।বঙ্গবন্দুর দর্শন,সমবায়ের উন্নয়ন এই প্রতিবাদ্যকে সামনে এগিয়ে নিতে গতকাল সকালে বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক লি: এর সরুই নিজস্ব কার্যালয়ে ২০১৯ এর বাৎসরিক সাধারন সভায় বক্তারা একথা বলেন।বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম হাওলাদার এর সভাপতিত্বে সভার শুরুতে ২০১৯ এর বাৎসরিক অডিট রিপোট পেশ করেন,বাগেরহাট জেলা সমবায় ভুমি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার মো: সাহানুর রহমান শাহীন ।সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সদর উপজেলা সমবায় অফিসার দেব্রত মিত্র।বিশেষ অতিথি হিসাবে উপস্থিস ছিলেন,জেলা সমবায় ব্যাংকের কর্মকর্তা মিসেস কামরুন্নাহার,বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,ষাটগুম্বজ মসজিদ এর খতিব মাও: মো: হেলালুজ্জামান,এন জিও মেগলার পরিচালক মিসেস নাজনিন আক্তার জামিলা,বেগ মুজিবর রহমান।
এছাড়াও অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,চন্দনা রানী সাহা,মো: সাইফুল ইসলাম (সালাম),বাবু অখিল মজুমদার (সুমন), মো: কামরুল ইসলাম,চুমকী বাগচী,হাসি মিত্র প্রমুখ।সভায় বক্তারা বাংলাদেশ ব্যাংক এর ৪২তম সাধারন সভার সিন্ধান্ত অনুযায়ী তফশীলি ব্যাংক ঘোষনা ও বিষয় ,২০২০/২১ এর প্রকল্পিত বাজেট,চাকুরীজীবীদের লোন বিতরন বিষয়ক,প্রকল্প রিন ও দীর্ঘ মেয়াদী লোন বিষয়,খুলনার কাছে লভ্যাংশ শেয়ার এর টাকার হিসাব,সেল কেস নিস্পত্তি,২০১৮-১৯ এর অর্থ বছরের নিরিক্ষা প্রতিবেদন অনুমোদনসহ বিগত বার্ষিক সাধারন সভার কার্য বিবরনী নিয়ে আলোচনা ও অনুমোদন সর্বসম্মত্তিক্রমে গৃহিত হয়। সভা শেষে অতিথিবৃন্দ নিয়মিত গ্রাহকদের মাঝে ক্রেষ্ট প্রদান করেন।