বাগেরহাট মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদ প্রার্থী আব্দুল জলিল নিজের জীবনের নিরাপত্তা চেয়ে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল (১০ জানুয়ারি) রবিবার বিকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন,আমি আব্দুল জলিল, পিতা- মৃত আব্দুল আওয়াল সাং-মোর্শেদ সড়ক, থানা- মোংলা,জেলা-বাগেরহাট এর একজন স্থায়ী বাসিন্দা।আমি আসন্ন মোংলা পোর্ট পৌর সভার সাধারন নির্বাচন ২০২১ এর মোংলা পোর্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের সাধারন কাউন্সিলর পদ প্রার্থী আমার প্রতিপক্ষ যুবলীগ নেতা এস এম শরিফুল ইসলাম,পিতা- আশরাফ আলী আমার বিরুদ্ধে মোংলা থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন।
গত ইংরেজি ০৯/০১/২০২১ তারিখ দুপুর আনুমানিক ২ দিকে প্রতিপক্ষ প্রার্থি এস এম শরিফুল আমার পরিবারের উপর নির্বাচনী প্রচারনার সময় অতর্কিত হামলা করেন।এছাড়াও প্রতিপক্ষ আমাকে বিভিন্নভাবে নির্বচনের প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি করছে।আমি এখন আমার নিজের জীবনের নিরাপত্তাহিনতায় ভুগছি।আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানিয়েছি। আপনারা জাতির বিবেগ আপনাদের লেখনির মাধ্যমে এই বিষয়টি তুলে ধরবেন বলে আশা প্রকাশ করেন তিনি