বাগেরহাটে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের রায় উপেক্ষা করে অবৈধ ভাবে নালিমী সম্পত্তির ন্যাচার ফিচার পরিবর্তন করতে থাকলে পুলিশের বাধায় কাজ বন্ধ হয়। ঘটনাটি ঘটেছে বাগেরহাট রেড-রোডস্থ সংলগ্ন লাইট হলের সামনে।
জানা যায়, বাগেরহাট সদর উপজেলার মৃত কাজী আবুল বাসারের ছেলে কাজী আবুল মনসুরের সাথে স্থানীয় ফাতেমা খাতুন ও আলামিন মীরের সাথে রোডস্থ লাইট হলের সামনে মুসলিম জুয়েলার্স নামীয় প্রতিষ্ঠানের বিরোধ চলে আসছিল।
এক পর্যায়ে কাজী আবুল মনসুর বাদি হয়ে ফাতেমা খাতুন ও আলামিন মীরের বিরুদ্ধে জোর পূর্বক জমিতে প্রবেশের চেষ্টা ও হুমকি প্রদান সংক্রান্ত মামলা বিজ্ঞ আদালতে দাখিল করেন। আদালত বর্নিত মামলার নালিশী জমির উপর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করে। কিন্ত আলামিন মীর আইনকে উপেক্ষা করে সম্পূর্ন বে-আইনী ভাবে নালিমী সম্পত্তির ন্যাচার ফিচার পরিবর্তন করে আসছিল।
বুধবার সকালে বেআইনীভাবে কাজ করতে থাকলে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় আলামিন মীর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পুলিশ আলামিন মীরের পরিবারকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক থাকতে নোটিশ জারি করেন।
আলামিন মীরের বিরুদ্ধে এলাকায় জোরপূর্বক জমি দখলের একাধিক অভিযোগসহ একাধিক দেওয়ানি মামলা চলমান রয়েছে বলে এলাকাবাসি জানান।