গাইবান্ধার পলাশবাড়ীতে অতীতের যেকোনো সময়ের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে বলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উঠে এসেছে! এ নিয়ে সভায় উপস্থিত সকল সদস্যদের ব্যাপক সমালোচনার মুখে পড়েন পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান।
আজ ২৭ জানুয়ারি বুধবার পলাশবাড়ী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে পলাশবাড়ী উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়ন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তরা এসব কথা বলেন।
সভায় বক্তারা আরো বলেন সম্প্রতি বেশকিছু এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা , মাদক উদ্ধার এবং জব্দকৃত মাদক থানা থেকে বিক্রি করার কড়া সমালোচনা করেন তারা।
এছাড়াও থানায় আগত বিভিন্ন অভিযোগ আপোষ মিমাংসার নামে থানা চত্বরে কথিত আদালত বসিয়ে পুলিশকে অনৈতিক সুবিধা আদায় থেকে বিরত থাকার আহবান জানানো হয়।এসব বিষয় থানায় না নিয়ে গ্রাম্য আদালত,পৌরসভা ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করার জন্য বক্তব্য প্রদান করা হয়।
পাশাপাশি মাদক ব্যাবসায়ীদের তালিকা অনুযায়ী তাদের দ্রুত গ্রেফতার করার দাবী করা হয়।
সম্প্রীতি কেবল নেটওয়ার্ক নিয়ে পলাশবাড়ি উপজেলায় দুটি গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেওয়ায় বিষয়টির ওপর যথাযথ গুরুত্ব দেয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য বলা হয় এবং গণ যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভুয়া আইডি খুলে উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য মানহানিকর বক্তব্য উপস্থাপন করা এসব আইডি সনাক্ত জন্য পলাশবাড়ী থানা পুলিশের মাধ্যমে পুলিশের সাইবার ইউনিটের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
তবে বক্তাদের অনেক অভিযোগ অস্বীকার করেন সভায় উপস্থিত থানার ওসি তদন্ত মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সম্মানিত উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুবকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম সরকার লিপন,ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, রফিকুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন ছাড়াও ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।