পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের মেধাবী সন্তান প্রফেসর মো. কামাল হোসেন (৩৫) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হওয়ার জন্য আত্ম প্রকাশ করেছেন। তিনি মুজিব আদর্শের একজন সৈনিক। তিনি ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তার রাজনৈতিক কর্ম জীবন শুরু করেন। তিনি পানপট্টি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক ও পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।
এছাড়াও বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক পদে অধিষ্ট ছিলেন। বর্তমানে তিনি গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পানপট্টি ইউনিয়নের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করতে চান তিনি।
তিনি নিজ উদ্যোগে করোনাকালীন সময়ের প্রথম ধাপে পানপট্টি ইউনিয়নের বাজারে বাজারে ও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মাক্স ও সাবান বিতরণ করেন। তিনি বলেন, আমার রাজনৈতিক আদর্শ, আমার সততা ও মেধা দিয়ে আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরও বলেন, শিক্ষকতা আমার পেশা কিন্তু রাজনীতি আমার নেশা। আমি এই এলাকার মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ আমাকে যখন যে দায়িত্ব দিয়েছে আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করেছি।
আমার সততা ও নিষ্ঠার কথা এলাকার সকলেই জানে। এলাকার সকল সামাজিক কর্মকান্ডে আমি অংশগ্রহণ করি। আমি এই এলাকার প্রতিটি মানুষের সেবক হয়ে থাকতে চাই। আসছে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি নৌকা মার্কার প্রার্থী হতে চাই এবং এই এলাকার জনসাধারণের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই। আমার কোন লোভ লালসা নাই, মানুষের সেবা করাই আমার পরম ধর্ম।