আমি মোঃ আলমগীর হোসেন এবং মোঃ জাকির হোসেন শিক্ষক নেতা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শরণখোলা,বাগেরহাট হইতেছি।আমাদের বিরুদ্ধে যে মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে নিম্নের লেখায় তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
গত ৮ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ অনলাইন নিউজ পোর্টাল নিউজ হান্ট,বাংলাদেশ ট্রিবিউন,শরণখোলা প্রতিদিন সহ আরো কয়েকটি অনলাইন এবং দৈনিক পত্রিকায় ”শরণখোলায় ইএফটির ফরম পুরনে ঘুষ নেয়ার অভিযোগ”শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টি গোচর হয়েছে,উক্ত সংবাদে লেখা হয়েছে শরণখোলা উপজেলায় মোট ১১৪ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষকের ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের বেতন হস্তান্তরের কাজে ইএফটি ফরম অনলাইনে পুরনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তা,সকল সহকারি শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তাকে ম্যানেজ করার জন্য আমি মোঃ আলমগীর হোসেন এবং শিক্ষক নেতা মোঃ জাকির হোসেন,আমরা দুজনে নাকি শরণখোলার সকল প্রাথমিক শিক্ষকদের জিম্মি করে তাদের এক এক জনের নিকট থেকে ১ হাজার করে টাকা ঘুস নিয়েছি,যার আদৌ কোন সত্যতা নেই,সম্পুর্ন মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত,এবং মনগড়া কল্পকাহিনী মাত্র।কিছু কুচক্রী মহল অমাদের নিকট থেকে অনৈতিক সুবিধা না পাওয়ার কারনে সাংবাদিকদের নিকট ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সকল শিক্ষক সমাজকে হেয় প্রতিপন্য করার অপচেষ্টা চালাচ্ছে এবং আমাদের দুজনের দির্ঘ্য বছরের চাকুরী জীবনের সুনাম কে কলঙ্কীত করার অপপ্রচার চালিয়ে আসছে। আমি মোঃ আলমগীর হোসেন এবং মোঃ জাকির হোসেন কখনো কোনদিন কারো নিকট থেকে কেনো প্রকার ঘুস তো দুরের কথা শরণখোলার কোনো শিক্ষকদের নিকট থেকে এক কাপ চা পর্যন্ত খাইনি বরং অনেক শিক্ষকদেরকে আমরা দুজনে নিজেদের প্রচেষ্টায় প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উপকার করে আসছি,আমরা দুজনে যে সকল অনলাইন এবং পত্রিকায় আমাদের উদ্দেশ্য করে মিথ্যা,বানোয়াট,ভিত্তিহীন,কাল্পনিক,উদ্দেশ্য প্রনোদিত,ভুল ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে তার তিব্র প্রতিবাদ,নিন্দা,এবং ধিক্কার জানাচ্ছি