মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী বাগেরহাট জেলার উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ২ দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।এ উপলক্ষে ১৯ ফেব্রুয়াারি বিকালে তিনট স্বাধীনতা উদ্যানে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের মাঝে সুন্দর হাতের লেখা,চিত্রাংকন,রচনা প্রতিযোগিতা এবং ভাষার গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগিতায় জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ে হতে শতাধিক শিশুরা অংশগ্রহণ করে।উক্ত অনুষ্টানে উদযাপন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার মুহাম্মদ রেজাউল করিম সদস্যসচিব হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রসাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম,খন্দকার আরাফাত সিদ্দিকী,মোহাম্মদ শাহজাহান, খাদিজা আক্তার ,জেলা কালচারাল অফিসার শেখ রফিকুল ইসলাম,মেডিকেল অফিসার ডা: শেখ রিয়াদুজ্জামান,অধ্যাপক বুলবুল কবির,মীর ফজলে সাইদ ডাবলু,শেখ আজমল হোসেন,প্রধান শিক্ষক আমাতুল হাফিজ প্রমুখ। ২১ শে ফেব্রুয়ারী রবিবার বাগেরহাট জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করবেন।