নারীর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের জেলা কার্যালয়ে অপরাজিতা প্রকল্পের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, রুপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর খন্দোকার জিলানী হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাত উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, আসমা আক্তার, রুপান্তরের শিল্পি আক্তারসহ বাগেরহাট সদর উপজেলার অপরাজিতা নারীরা উপস্থিত ছিলেন।
অপরাজিতা নারীরা রাজনৈতিক দলের নেতাদের কাছে তাদের বিভিন্ন দাবী তুলে ধরেন। এর মধ্যে ইউনিয়ণ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ আসনে এবং ৩৩ শতাংশ নারীকে দলীয় মনোনয়ন, রাজনৈতিক দলের কমিটিতেও ৩৩ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করণের দাবি জানান।