তৃর্নমুল এর নেতা কর্মীরাই শেখ হাসিনার স্পন্দন তৃর্নমুলে সংগঠন শক্তিশালী হলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকদের মুখে হাসি ফুটাতে সব সময় কৃষকদের পাশে আছে এবং কৃষি খাতে বিনা মুলে সার বীজ,সেচ সরজামসহ বিভিন্ন খাতে ভতুর্কী দিয়ে যাচ্ছেন।সেকারনে বাংলাদেশ এখন খাদ্য সয়ং সম্পুর্ন।দেশ থেকে আজ বিদেশে খাদ্যে শষ্য রপ্তানী হচ্ছে।এটাই কৃষক বান্দব শেখ হাসিনা সরকারের সাফল্য।তাই শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে তৃর্নমুল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।
গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাগেরহাট জেলা কৃষক লীগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ একথা বলেন।তিনি জেলা নেতৃবৃন্দদের আরো বলেন,কর্মীদের পাশে থাকতে হবে মন প্রান দিয়ে তাদের ভালো বাসতে হবে যথা সময়ে প্রতিটি ওয়ার্ড ইউনিযনের সম্মেলন সম্পর্ন করতে হবে।শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে যা যা করা প্রয়োজন আমরা কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে তা করব।
বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি শেখ আবুল হাশেম শিপন এর সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক মো: মনি মল্লিক এর সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,বাগেরহাট জেলা আওয়ামীলী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তি যোদ্বা ভুইয়া হেমায়েত উদ্দিন,কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্বা শরীফ আশরাফ আলী,যুগ্ন সাধারন সম্পাদক বিশ্বনাথ সরকার,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পান্নু তথ্য ও গবেশনা সম্পাদক শামিমা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মিসেস হালিমা রহমান,সহ প্রচার সম্পাদক নুরুল ইসলাম বাদশা,কেন্দীয় সদস্য মাহফুজা সুলতানা রুবি,প্রান গোবিন্দ্র দত্ত।
অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,জেলা কমিটির সহসভাপতি আলম শেখ,মোল্লা আব্দুর রব,স্বপন বসু,মো: শফিক রেঞ্জার,যুগ্ন সাধারন সম্পাদক লিটু সরদার,প্রচার সম্পাদক ইলিয়াছ সিকদার,ডা: বিশ্বজিত সরকার,মল্লিক আসাদুজ্জামান টুকু,সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মো: মোহন সাধারন মো: ইজাবুল হোসেন,ফকিরহাট এর সভাপতি শামীমুজ্জামান পলাশ,কচুয়ার শিকদার হাদিউজ্জামান,মংলার সভাপতি মো: মুজিবর রহমান,রামপালের সভাপতি মো: এখলাছুর রহমান,মোংলার সম্পাদক মো: সাইদুল সর্দার,শরনখোলার মো: ওয়াদুদ আকন,তপন সাহা প্রমুখ।বর্ধিত সভায় বাগেরহাট জেলা কৃষকলীগের নেতা কর্মীসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।