পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে নির্মিত আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি উদ্বোধনের দারপ্রান্তে পৌছেছে। এরই মধ্যে পঁচানব্বই ভাগ কাজ সমাপ্ত হয়েছে।
দেশে মেরিন ক্যাডেটদের চাহিদা থাকায় নৌ-পরিবহন খাতে দক্ষ জনবল বাড়াতে পাবনা গনপুর্ত অধিদপ্তরের তত্বাবধানে এ একাডেমি নির্মিত হয়েছে। ইতোমধ্যে গত শনিবার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রকল্পটি পরিদর্শন করেছেন।
খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নির্মিত চারটি আন্তর্জাতিক মানের মেরিন একাডেমি একযোগে উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন। আগামী জুলাই মাস থেকে ক্লাস আরাম্ভ হবে এবং শিক্ষার্থীরা সার্বক্ষণিক আবাসিক ভবনে অবস্থান করতে পারবেন বলে জানায় পাবনা গনপুর্ত অধিদপ্তর। জেলা গনপুর্ত অধিদপ্তর সুত্রে জানা গেছে, দক্ষ মেরিন ইন্জিনিয়ারের শুন্যতা পুরনে বাংলাদেশ সরকার ২০১২ সালে পাবনা, বরিশাল, রংপুর, এবং সিলেটে নতুন চারটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই বছরই পাবনার নগরবাড়িতে মেরিন একাডেমির জন্য দশ একর জায়গা অধিগ্রহণ করা হয়। ওই বছরের মার্চে প্রকল্প নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সেই সময়ের পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) এ কে খন্দকার। একশত পনেরো কোটি ছিয়াত্তর লাখ টাকা ব্যয়ে ত্রিশ বিঘার উপর নির্মিত হয়েছে নগরবাড়ি মেরিন একাডেমি। এরই মধ্যে প্রকল্পের পঁচানব্বই ভাগ প্রকল্পের কাজ শেষ হয়েছে আগামী ঈদের আগেই শতভাগ কাজ শেষ করা হবে বলে জানায় গনপুর্ত অধিদপ্তর। প্রকল্পের মধ্যে রয়েছে, জমি অধিগ্রহণ, চারতলা একাডেমিক ভবন, শিক্ষার্থী হোষ্টেল, জিমনেসিয়াম, আবাসিক ভবন,মসজিদ, কমান্ডার ও ডেপুটি কমান্ডারের বাংলো, সুইমিংপুল, অভ্যন্তরীণ রাস্তাসহ সীমানা প্রাচীর নির্মাণ। পাবনা গনপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার আজিম বলেন, ২০১২ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু হয় ২০১৪ সালে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২১ সালের জুনে। সার্বক্ষণিক দক্ষ জনবল দিয়ে মনিটরিং এর মাধ্যমে কাজের মান ঠিক রেখে ইতোমধ্যে প্রকল্পের পঁচানব্বই ভাগ কাজ শেষ করা হয়েছে। আসছে জুলাই থেকে ক্লাস শুরু করতে পারবেন একাডেমি কতৃপক্ষ। গত শনিবার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি নগরবাড়ি মেরিন একাডেমি প্রকল্প পরিদর্শনে আসেন এবং কাজের গুনগত মানে সন্তোষ প্রকাশ করেছেন। দেশের নির্মিত চারটি মেরিন একাডেমি খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানান।