গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে পিকআপের ধাক্কায় শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছেন পৌর শহরের রংপুর-বগুড়া মহাসড়কের পানি উন্নয়ন বোর্ডের সামনে।
৯ মার্চ মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা অটোভ্যানযোগে প্রাইভেট পড়া শেষে বাড়ী ফিরছিল। এসময় রংপুর-বগুড়া মহাসড়কে পানি উন্নয়ন বোর্ডের সামনে ভ্যানটি পৌছা মাত্র বগুড়া থেকে রংপুর গামী মায়ের দোয়া নামে একটি পিকআপ যাহার নাম্বার ঢাকা-মেট্রো-১৯-২৭০৬ সজোরে ধাক্কা দেয়।
ভ্যান অরোহী এবং ছাত্রছাত্রীরা ভ্যানটি উল্টে মহাসড়কেই ছিটকে পড়ে। স্থানীয়রা আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।। ভ্যানচালক আজাদুল ইসলাম (৫০) শিক্ষার্থী হিমুকে (১৩) গুরুতর আহত অবস্থায় পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে বলে এস.আই জসিম জানান।