তালার পাটকেলঘাটার পরকুমিরায় পদ্মরানী মাঠ সংলগ্ন একটি গুদাম নির্মিতের জন্য নির্মাণ সামগ্রী জনগুরুত্বপূর্ণ রাস্তায় রেখে চলাচলা দারুণ প্রতিবন্ধকতা তৈরি করেছে সঞ্জীব বিশ্বাস। এ বিষয়ে পথচারীরা অভিযোগ করলে গুদাম মালিক সঞ্জীব বিশ্বাস গালিগালাজ সহ মারধর করবে বলে হুমকি প্রদান করে চলেছে।
ঐ রাস্তায় নিয়মিত চলাচলকারী বড়বিলা গ্রামের আক্তারুল ইসলাম,কলারোয়া উপজেলার বোয়ালীয়া গ্রামের সবজি ব্যবসায়ী শাহিনুজ্জামান,স্থানীয় বাসিন্দা রাজন সহ একাধিক ভুক্তভোগী জানিয়েছেন,রাস্তার উপরে সমস্থ রাস্তা জুড়ে বালু সহ রড রাখা হয়েছে।যে কারণে নানা দূর্ঘটনা ঘটছে।বিষয়টি নির্মাণ কাজের মালিক কে জানানো হলে, সে প্রতিকার তো দুরের কথা উল্টো তেঁড়ে গালির সাথে মারার জন্য বেপরোয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগীরা নিরাপদ সড়কে চলাচলের ব্যবস্থার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ- উল-হাসান ও সহকারী কমিশনার ভুমি এস,এম তারেক সুলতান এর মোবাইল নাম্বারে বারাবার ফোন দিয়েছেন,রিসিভ না হওয়ায় সাংবাদিকদের নিকট অভিযোগ করেন।এ বিষয়ে নির্মিত গুদাম মালিকের সাথে যোগাযোগ করা হলে সে অকথ্য ভাষায় কথা বলে জানান,যা পারেন তা করেন,নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যস্ত সব আগের নিয়মে চলবে।
এ বিষয়ে এ প্রতিবেদক সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সেল ফোনে যোগাযোগ করলেও ভুক্তভোগীদের মত কোন দায়িত্বের সাঁড়া পাওয়া যায়নি।