করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির তিনজন কেন্দ্রীয় নেতা। তারা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এরমধ্যে বেগম সেলিমা রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। মেজর জেনারেল (অব.) রুহুল আমিন চৌধুরী সিএমএইচ-এ কোভিড আইসিইউতে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় গুরুতর হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে নেয়া হয়েছে তাকে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এ ছাড়া একইদিনে রুহুল কবির রিজভী আহমেদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন।