আসন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় মনানয়নপ্রাপ্ত শরনখালা উপজলা আওয়ামীলীগর সভাপতি আজমল হাসন মুক্তার প্রতিদ্বদ্বি বিদ্রাহী প্রার্থী হয়েছন একই দলর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। তারা দুইজনই উপজলা সদর রায়দা ইউনিয়ন প্রতিদন্ধিতা করবেন। বৃহস্পতিবার বিকল ৫টা পর্যন্ত মনানায়ন পত্র জমা দয়ার শেষ দিনে নির্বাচন অফিস সুত্র এ খবর পাওয়া যায়।
উপজলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, মনানায়ন পত্র জমা দেয়ার শষ দিন শরণখালার চারটি ইউনিয়নেরর মধ্য চেয়ারম্যান পদ ১নং ধানসাগর ইউনিয়ন মনানয়ন পত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগর মাঃ মাইনুল ইসলাম টিপু, ইসলামী আদালনর মাঃ রুহুল আমিন। এছাড়া বিদ্রাহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামীলীগ নেতা মাঃ বাবুল আকন ও মাঃ মহিম আকন।
২নং খাÍাকাটা ইউনিয়ন আওয়ামীলীগর মাঃ জাকির হাসন খান মহিউদ্দিন, ইসলামী আদালনর আবুল হাসান গাজী। এছাড়া বিদ্রাহী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজলা শ্রমিকলীগর সভাপতি মাঃ মজবা উদ্দিন খাকন, যুবলীগর সাবক সভাপতি আবুল হাসন নাটু ও যুবলীগর যুগ্ম সাধারণ সম্পাদক মাঃ হাসানুজ্জামান জামাদ্দার।
৩নং রায়দা ইউনিয়ন উপজলা আওয়ামীলীগর সভাপতি আজমল হাসন মুক্তা দলীয় এবং তার প্রতিদ্বন্ধি হিসব স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজলা আওয়ামীলীগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
এছাড়া ৪নং সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগর প্রার্থী মাঃ মাজাম্মল হাসন ছাড়া আর কেউ মনানয়নপত্র জমা দেননি। এ বিষয়ে জানতে চাইলে উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন জানান, গত দুই বার আমি চেয়ারম্যান তাই দল নমিনশন না দিলেও কর্মীদের চাপে মনানয়নপত্র জমা দিয়ছি। তব এখন পরিস্থিতি দেখে ব্যবস্থা নেব।
উপজলা আওয়ামীলীগর সভাপতি আজমল হাসন মুক্তা জানান, দলীয় মনানয়ন পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল হবে।