নীলফামারীতে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অমল চন্দ্র রায় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে জেলা সদরের সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেলস্টেশনের অদূরে জাকিরগঞ্জ রেলঘুন্টি নামক স্থানে ঘটনাটি ঘটে। তিনি একই উপজেলার চড়াইখোলা ইউনিয়নের কাঞ্চনপাড়া গ্রামের মৃত লালচান চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, অমল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জেলা সদরের সোনারায় ইউনিয়নের চিলাতিপাড়া গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় ওই রেলক্রসিং পার হওয়ার সময় নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ওই দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেন, রেল ক্রসিংটি অরক্ষিত থাকায় গত দুই বছরে দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় লাশ উদ্ধার করে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।