সাতক্ষীরার তালায় ২০২০-২১র্অথবছরে রবি মৌসুমে রাজস্ব খাতের র্অথায়নে ভুট্টা প্রর্দশনীর মাঠ দিবস পালিত হয়েছে।বুধবার(২৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটী গ্রামে মোড়ল বাড়ীর মাঠে সামাজিক দুরাত্ব বজায় রেখে এ মাঠ দিবস পালিত হয়।
স্থানীয় ইউপি সদস্য গোলদার আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ শুভ্রাংশু শেখর দাশ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠের তালা উপজেলা প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান টিপু।
উপ সহকারী কৃষি র্কমর্কতা ইলোরা পারভীন এর সঞ্চালনায় মাঠ দিবসের শুরুতেই প্রদর্শনী ভুট্টা চাষি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে আমাকে বীজ-সার সহায়তা দেয়া হয়। পরে উপ সহকারী কৃষি কর্মকর্তারা বীজ শোধন থেকে শুরু করে রোপনও পরিচর্যাসহ ভুট্টার চাষ বিষয়ে সার্বিক পরামর্শ দেন।তাদের পরামর্শে ভুট্টা চাষ করে তিনি লাভবান হয়েছেন ।
মাঠ দিবসে প্রধান অতিথি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবীদ শুভ্রাংশু শেখর দাশ তার বক্তব্যে সরকারের বিভিন্ন কৃষি ভর্তুকি এবং প্রণোদনার বিস্তারিত বিশ্লেষণ করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ভুট্টা এমন একটি ফসল যার সব কিছুই ব্যবহার করা যায়। ভুট্টার বহুমুখি ব্যবহারের কারণে এর চাহিদাও দিন দিন বাড়ছে। এক কেজি ধান উৎপাদন করতে প্রায় ৩০ লিটার পানির প্রয়োজন হয়। বোরো আবাদে কৃষকরে সেচ খরচও অনেক বেশি। কিন্তু ভুট্টা আবাদে তেমন সেচের প্রয়োজন হয় না। ভুট্টা আবাদে খরচ কম, লাভ বেশি। তাই ভুট্টা চাষে আয় বেশি। উক্ত মাঠ দিবসে আরো উপস্থিত ছিলেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা ভগবতী রানী,পলি রানী হাজরাসহ স্থানীয় কৃষাণÑকৃষানী