জামালপুরে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৭ মার্চ) বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আর রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম. এম. সালাহ উদ্দীন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ‘১ মার্চ জামালপুর শহরের শেখেরভিটার শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখা থেকে মিম আক্তার সোনিয়া (১৪) ও মিনি (১৩) বাইরে খেলাধুলা করার সময় পালিয়ে যায়। পরে মিনির মা মিনারা বেগম ১৬ মার্চ জামালপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১এ একটি মামলা করেন। পরে পিবিআইকে এ মামলার দায়িত্ব দেয়া হয়। যার পরিপেক্ষিতে অভিযানে নামে পিবিআই।
শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনিয়া স্বীকার করেছে, প্ররোচনায় দিয়ে মিনিকে তার সঙ্গে নিয়ে পালিয়েছে সে।
সোনিয়া এর আগেও বিভিন্ন অপরাধের সংস্পর্শে ছিল বলে জানায় পুলিশ।