ভাষা সৈনিক আবুল হোসেন আর নেই। বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. ফেরদৌস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। দুই ছেলে এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আবুল হোসেনের পারিবারিক সূত্র জানায়, গত ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। আজকে তার অবস্থার অবনতি হলে তাঁকে রামেকে নেয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
হাসপাতালে নেয়ার আগে তার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল বলে জানান তার পরিবারের সদস্যরা। গত ৮ ফেব্রুয়ারি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি।
আবুল হোসেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন।