দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
গত ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য লকডাউনের ঘোষণা দেয় সরকার। তবে এ সময়ে গার্মেন্টস খোলা রাখা হয়। এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখা হয়। তবে নতুন লকডাউনে তা বন্ধ থাকবে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ১৪ এপ্রিল থেকে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমনকি গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ছাড়া সকল গণপরিবহণও বন্ধ থাকবে।
আরো পড়তে পারেন>>>>করোনা থেকে সুরক্ষায় মানুষকে ঘরে রাখতে ওয়েভবিডি ডটকম অ্যাপ চালু করেছে পুলিশ
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এবার কঠোর লকডাউন। করোনার সংক্রমণ প্রতিরোধে জন্য এর কোনো বিকল্প নেই।