হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
রোববার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে জেলা শহরের প্রধান সড়কগুলোতে পুলিশ সদস্যরা মহড়া দিচ্ছেন। পাশাপাশি র্যাব সদস্যদেরও মহড়া দিতে দেখা গেছে।
যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, লকডাউনের জন্যই এই মহড়া। তবে লকডাউনের গত দিনগুলোতে পুলিশের এমন মহড়া লক্ষ করা যায়নি। এর আগে হেফাজতে ইসলামের তাণ্ডবের পর গত ৯ এপ্রিল পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব থানা, ফাঁড়ি, ক্যাম্প ও তদন্ত কেন্দ্রগুলোতে এলএমজি পোস্ট বসানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘লকডাউন কার্যকরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া। এটি ব্যতিক্রম কিছু নয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা কঠোরভোবে দমন করা হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বিরোধিতা করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় করা ৫৫টি মামলায় রোববার সকাল পর্যন্ত ২৯৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।