লকডাউনে সরকারী নির্দেশনা মেনে অনেক অসহায় ও হত দরিদ্র পরিবার ঘরবন্দি রয়েছে। লকডাউনের কারণে মানুষ অনেক অসহায়ত্ব দিনযাপন করছেন।
লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায়, হত দরিদ্র ও দিনমজুর পরিবার কে ইফতার সামগ্রী দিলেন চরম্বার আতিয়ার পাড়া গ্রামের গর্ভিত সন্তান, দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী,বিশিষ্ট দানশীল,সমাজসেবক ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব।
তিনি অসহায়দের খোঁজে খোঁজে তালিকা করে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছেন।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব জানান,ছোটকাল থেকে স্বপ্ন দেখতাম বড় হয়ে একদিন নিজেকে মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো, মানুষের পাশে দাঁড়াবো। আমার গর্ভধারিণী মা আমাকে সেই শিক্ষায় দিয়েছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য। তাই অসহায় মানুষের পাশে থেকে তাদের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারলে অনেক বেশী সৌভাগ্য বান মনে করি।
লকডাউনে ঘরবন্দি অসহায় ও দুঃস্হ পরিবারের জন্য আমার ব্যক্তিগত উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করেছি। যতদিন বেঁচে থাকব, মানুষের কল্যাণময় কাজে নিজেকে নিয়োজিত রাখবো ইনশাল্লাহ।