নারায়ণগঞ্জের সোনারগাঁয় রয়েল রিসোর্টে নারী সহ হেফাজত নেতা মামুনুল হক অবরুদ্ধের ঘটনায় রাতভর তান্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। এসময় সোনারগাঁ থানা পুলিশ নীরব ভুমিকায় অবতীর্ণ হয়েছিলো বলে অভিযোগ উঠে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের তরফ থেকে।
এ ঘটনার পরদিনই সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে বদলি করে পুলিশ লাইন্সে পাঠানো হয়৷ এবার সেই কর্মকর্তাকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনের দিন থেকেই তার অবসর কার্যকরের কথা লিখিত আদেশে জানান মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
প্রজ্ঞাপনে বলা হয়, রফিকুলের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী তাকে অবসরে পাঠিয়েছে সরকার। বিধি মোতাবেক তিনি অবসরজনিত সকল সুবিধা পাবেন।
গত ৩ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হক এক নারীসহ সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে অবরুদ্ধ হন। পরবর্তীতে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সহ রাতভর তাণ্ডব চালায় হেফাজত কর্মীরা। এসময় হেফাজতের সাথে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা মিল আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়েও হামলা হয়।