বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের উপর হরফাজত কর্মীদর হামলার ঘটনায় মোল্লাহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৯ এপ্রিল) রাতে মোল্লাহাট থানার এসআই শাহিনুর রহমান গোলদার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লখসহ অজ্ঞাত আরও অনেককে আসামী করে এই মামলা দায়ের করেন।মামলায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ মহাসচিব মাওলানা মামুনুল হকের নিকট আত্মীয় আব্দুল্লাহ খন্দকারকে প্রধান আসামী করা হয়।ওই রাতই এই ঘটনায় সম্পক্ত থাকায় দুইজনক গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,মোল্লাহাট উপজেলার উদয়পুর আড়ুয়াকাদি গ্রামর রাফিন সরদার ও ত্রাণ মোল্লা।গ্রফতারকৃতদেরকে আদালত সাপর্দ করার প্রস্তুতি চলছে।
মাল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গালাম কবির বলন,পুলিশর উপর হফাজত কর্মীদর হামলার ঘটনায় ২৬জনর নাম উল্লখসহ অজ্ঞাত অনকক আসামী কর মামলা দায়র করা হয়ছ।ঘটনার সাথ জড়িত দুইজনক আমরা গ্রফতার করত সক্ষম হয়ছি।অন্য আসামীদর শনাক্ত ও গ্রফতারর জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়ছ।
সামবার (১৯ এপ্রিল) বলা পন ১১টার দিক হফাজত ইসলামর কদ্রীয় যুগ মহাসচিব মাওলানা মামুনুল হকক গ্রফতারর প্রতিবাদ মাল্লাহাট উপজলা স্বা¯্য কমপ্লক্স মাড় মিছিলর প্রস্তুতি কাল হফাজত কর্মীরা পুলিশর উপর হামলা কর।হামলায় মাল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গালাম কবিরসহ অÍত ৭ পুলিশ সদস্য আহত হন।পরবর্তীতর আহতদর মাল্লাহাট উপজলা স্বা¯্য কমপ্লক্স চিকিৎসা দওয়া হয়।