পাবনার বেড়ায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমে সমম্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পে শতকরা ৫০ ভাগ ভর্তুকি হিসেবে বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুল হক টুকু কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণের উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার সবুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, ভাইস চেয়ারম্যান মেসবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, উপজেলা কৃষি কর্মকর্তা মসকল আলী প্রমূখ। এ সময় কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ উপ-সহকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, প্রায় ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যেও এ হার্ভেস্টার মেশিন ক্রয়ে সংশ্লিষ্ট কৃষককে সরকার শতকরা ৫০ ভাগ ভর্তুকি তথা ১৫ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেছে। বাকী ৫০ ভাগ ১৫ লাখ ২৫ হাজার টাকা কৃষককে প্রদান করতে হয়। পাবনা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট শামছুল হক টুকু উপজেলার জাতশাখিনী ইউনিয়নের মাজেদ মোল্লা, মাসুমদিয়া ইউনিয়নের ময়েন উদ্দিন বকুল এবং নতুন ভেরেঙ্গা ইউনিয়নের কৃষক আক্তার হোসেনের হাতে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন।