ময়মনসিংহ বিভাগের নেত্রকোনার কেন্দুয়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছে এক বিজিবি সদস্যের। বজ্রপাতে মৃত্যু আলমগীর হোসেন (২৬) সে একজন বিজিবি সদস্য। কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামের ইসহাক মিয়ার ছেলে সে। আলমগীর খাগড়াছড়িতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্য আলমগীর হোসেন কয়েকদিন আগে ছুটিতে বাড়িতে আসেন। এ অবস্থায় আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি বাড়ির আঙিনায় বোরো ধানের খড় গোছানোর কাজে ব্যস্ত ছিলেন। এক পর্যায়ে বজ্রপাতের শিকার হন তিনি। পরে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আলমগীরের স্ত্রী ও তিন বছর বয়সী এক ছেলেসহ পরিবারের সদস্যরা শোকে মূহ্যমান হয়ে পড়েছেন। তাছাড়া এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।সংবাদটি পৌছায় এলাকা বাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।