প্রচণ্ড খরতাপে পুড়ছে জনজীবন। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই বৃষ্টির জন্য ঝালকাঠির নলছিটিতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে সরকারি নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ নামাজ আদায় করা হয়। এ সময় স্থানীয় শত শত মানুষ নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম ও নলছিটি সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা বাহাউদ্দীন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, বৈশাখের অর্ধেক মাস পেরিয়ে গেলেও ঝালকাঠির কোনো এলাকায় বৃষ্টির দেখা নেই। অনাবৃষ্টিতে সম্ভব হচ্ছে না ফসল উৎপাদন। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার জনজীবন। এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমতের জন্যই এই নামাজ আদায় করা হয়েছে।