পূূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী এলাকার ২৪ নাম্বার কম্পার্টমেন্টে আবারো আগুন লেগেছে। সোমবার বেলা এগারোটার দিকে এই আগুনের ঘটনা ঘটে। এলাকাবাসীর ধারনা প্রায় পাঁচ একর বন ভুমি এলাকায় আগুন ছড়িয় পড়ছ।
আগুন নভাত ¯ানীয় লাকজন, বনবিভাগ ও ফায়ার সার্ভিস কাজ করছ। আগুনর বিস্ততি যাত না বাড়ত পার সজন্য ফায়ার লাইন (আগুনর অংশর মাটি আলাদা করা) কাটার কাজ করছ তারা। এলাকাবাসী ও বন বিভাগর ধারনা ময়ালদর ফল দয়া আগুন থক এই আগুনর সূত্রপাত। এরআগ গত ৮ ফব্রæয়ারি সুদরবন পূর্ব বিভাগর চাঁদপাই রঞ্জর পার্শ্ববর্তী ধানসাগর এলাকার চার শতক বনভূমি পুড় যায়।
শরণখালা উপজলা সদর থক দক্ষিণ রাজাপুর গ্রামর মরা ভালা নদী পার হয় সুদরবন। সখান থক প্রায় এক কিলামিটার দূর সুদরবনর দাসর ভারানি টহল ফাঁড়ির আওতাধীন এলাকায় আগুনর ঘটনা ঘটছ। বন বিভাগর শরণখালা স্টশন অফিস, মরাভালা ও দাসর ভারানী টল ফাড়ির বনরক্ষীরা এবং দক্ষিণ রাজাপুর, মাঝরচর ও রসুলপুর গ্রামর শতাধিক গ্রামবাসী আগুন নভানার কাজ যাগ দিয়ছ।
আগুন নভানার কাজ যাগ দয়া দক্ষিণ রাজাপুর, মাঝরচর ও রসুলপুর গ্রামর আফজাল চাপরাশি, রজাউল, সালাম ও সুমন বলন, সুদরবনর দাসর ভারানি এলাকায় আগুন লাগার খবর পয় আমরা শতাধিক গ্রামবাসী সখান ছুট এসছি। আমরা বাড়ি থক কলসি, বালতি, জগ ও হাড়ি নিয় পাশর ভালা নদী থক পানি নিয় একদল গ্রাবাসী আগুন নিভাত চষ্টা চালাছি। অন্য একটি দল আগুন যাত সুদরবনর সব দিয় ছড়িয় পড়ত না পার সজন্য ফায়ার লাইন (আগুনর অংশর মাটি আলাদা করা) কাটার কাজ করছি। মরা ভালা নদী থক আগুন লাগার ¯ানর দুরত্ব প্রায় এক কিলামিটার। দূর হওয়ায় পানি পত কষ্ট হছ। এখান অন্য কান পানির উৎস নই। যার কারন আগুন নভাত বগ পত হছ। প্রায় পাঁচ একর এলাকায় আগুন ছড়িয় পড়ছ বল তাদর ধারনা।
সুদরবন পূর্ব বিভাগর বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহাম্মদ বলায়ত হাসন বলন, সামবার সকাল এগারাটার দিক ফাঁড়ির অদূর ধাঁয়ার কুন্ডলি দখত পায় বনকর্মীরা। তারা সখান যয় দখ কাথাও কাথাও ধাঁয়ার কুন্ডলি আবার কাথাও কাথাও আগুন জ¦লছ। এই বন বলা, গওয়া ও লতাগুল্ম জাতীয় গাছপালা রয়ছ। আগুনর খবর ¯ানীয়দর জানানা হল তারা আমাদর সাথ আগুন নভানার কাজ যাগ দিয়ছ। আগুনর বিস্ততি যাত সব এলাকায় ছড়িয় না পড়ত পার সজন্য ¯ানীয়দর নিয় একদিক পানি ছিটানা হছ অন্যদিক ফায়ার লাইন কাটার কাজ চলছ। শরণখালা ও মারলগঞ্জ উপজলার দমকল বাহিনীর দুইটি দল বনর ভিতর পাইপ লাইন টানত শুরু করছ। পানির যাগান কম থাকায় আগুন নভানার কাজ দারুণ অসুবিধা হছ। জল, বাওয়ালী ও ময়ালদর ফল দয়া আগুন থক এই আগুনর সূত্রপাত হয় থাকত পার বল প্রাথমিকভাব ধারন করছি। তব কতটুকু এলাকায় আগুন ছড়িয় কি ধরনর গাছপালা পুড়ছ তা এখনই বলা যাছ না। পর ক্ষয়ক্ষতির হিসাব নিরুপণ কর জানানা হব।##