সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ মে) উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাখাওয়াত হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন আমার সংবাদকে জানান, অভিযান শুরুর এক ঘন্টা আগে অবৈধ দোকান মালিকদের দোকানের মাল সরানোর জন্য সময় দেয়া হয়েছিল। দোকান মালিকরা তাদের মালামাল সরিয়ে নেয়ার পর উচ্ছেদ অভিযান শুরু করা হয়।
তিনি আরও জানান, বারবার সতর্ক করার পরেও অবৈধ স্থাপনা সরাননি। তাই সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা এবং দোকান উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ করা হবে সকল অবৈধ স্থাপনা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, নলছিটি পৌরসভার কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগমসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করায় উপজেলা প্রশাসনকে সর্বস্তরের জনগণ ধন্যবাদ জানন।