পাবনায় ৩ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা শ্রমিক ইউনিয়ন ফেডারেশন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতারা।
মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে দশটার দিকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়। ৩ দফা দাবির স্মারকলিপি পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মখলেছুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন মটর শ্রমিক ইউনিয়নের নেতারা। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গণ-পরিবহন চালু, শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং ১০ টাকা কেজিতে শ্রমিকদের কাছে চাউল বিক্রয়ের জন্য স্মারক লিপিতে উল্লেখ করা হয়।
পাবনা জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন এর সভাপতিত্বে পথ-সভায় বক্তব্য রাখেন, সদর পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান। শহিদুল্লাহ শেখ, সভাপতি পাবনা জেলা ট্রাক, ট্রাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। আমিরুল ইসলাম ইসহাক, যুগ্ম সম্পাদক। ফিরোজ হোসেন, সাবেক সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন পাবনা। আলাউদ্দিন আলাল, সাবেক লাইন সম্পাদক পাবনা। শেখ রনি, মটর শ্রমিক নেতা।
বক্তারা বলেন, লক-ডাউনে গণ-পরিবহন ছাড়া সব কিছুই খোলা রয়েছে। সিএনজি, অটোরিকশা, মাইক্রোবাস-ট্রাক গাড়ি অবাধে চলাচল করছে। এসব গাড়ি সচল রেখে শুধু গণ-পরিবহন বন্ধ করে করোনা ভাইরাস মোকাবিলা করা সম্ভব নয়। দীর্ঘ লক-ডাউনের কারনে বাস চলাচল না করায় সারাদেশে লক্ষ লক্ষ পরিবহন শ্রমিক মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবহন মালিক ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করতে পারছে না। তারা গণ-পরিবহন চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সাবেক সভাপতি মটর শ্রমিক ইউনিয়ন পাবনা। জীবন সরকার, সাবেক সহ-সভাপতি। মোহাম্মদ শাহিন, শ্রমিক নেতা। আব্দুল মমিন, হান্নান মুন্সি, রিপন হোসেন, আবুল কালাম, ফেরদৌস আলী, শাহিন আলম, মেহেদী হাসান পুটিং মুন্নাসহ হাজারও নেতাকর্মী।