বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে চলছে এর দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউ সামলাতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। করোনায় বিপাকে পড়া অসহায় মানুষকে সহায়তা করতে ক্ষতিগ্রস্ত মানুষদের নানাভাবে সহায়তা দিতে পাশে দাঁড়িয়েছেন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের তরুণ নেতা মেহেদী হাসান। করোনার কারণে এলাকার বিভিন্ন শ্রেণি পেশায় নিয়োজিত সাধারণ মানুষ পড়েছে দূর্ভোগে। কেউ বা কাজ হারিয়ে ভূগছে অর্থ কষ্টে, কেউ বা করোনা রোগী নিয়ে পড়েছেন বিপাকে। দিনে এনে দিনে খাওয়া মানুষজন তাদের পরিবারের জন্য মেলাতে পারছে না প্রয়োজনীয় খাদ্য ও বস্ত্র। জরুরী মুহূর্তে শিশু খাদ্যসহ অনেক পরিবার বিভিন্ন সংকটে অসহায় হয়ে পড়েছেন। এমন অবস্থায় গরীব, অসহায়, দুস্থ্যদের সহায়তা প্রদানে এগিয়ে এসেছেন মেহেদী।
ছোটবেলা থেকেই দানশীল হওয়ায় এলাকায় বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। গত বছর করোনা মহামারিতে যখন গরীব অসহায় মানুষদের জীবন অসহনীয় পর্যায়ে নেমে এসেছিল ঠিক তখনই শীত বস্ত্র কম্বল, ঈদ সামগ্রী এবং শিশু খাদ্য গরুর দুধ ১০০০ লিটারের বেশী বিতরণ করেন তিনি। নিজ তহবিলে সর্বশেষ বৃহস্পতিবার (৬ মে) করোনায় অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে গরুর মাংস, শাড়ি, লুঙ্গি ও পাঁচ-শতাধিক পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মেহেদী হাসান করমজা ইউনিয়নের পরপর তিনবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান এবং উত্তরবঙ্গের সবচেয়ে বড় পশুর হাট করমজা চতুর হাটের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজ আলী চতুর এর কনিষ্ঠ সন্তান। মেহেদী সাবেক সাঁথিয়া উপজেলা শাখা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক এবং বর্তমান মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন, করমজা ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস প্রামাণিকসহ ইউনিয়নের নেতৃবৃন্দ।