November 22, 2024, 9:23 pm
শিরোনাম:
শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাতীয় যুব পুরস্কার পেয়েছেন কক্সবাজারের নুরুল আফসার শিকদার মনোহরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন মনোহরদীতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মনোহরদীতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বেধরক মারধরের অভিযোগ মনোহরদীতে জনমত জরিপ ও প্রচার-প্রচারণায় এগিয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী তৌহিদ সরকার মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী “আলোকিত গোতাশিয়া” ফেসবুক গ্রুপের পক্ষহতে ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে অসহায়দের মাঝে শিল্পমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ মনোহরদীতে ব্রহ্মপুত্র নদী থেকে বালু উত্তোলনের দায়ে খননযন্ত্র ও বালুর স্তুপ জব্দ এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন মনোহরদীর ইউএনও হাছিবা খান

শরণখোলায় খাল খননের উদ্বাধন করলেন এমপি মিলন

আবু-হানিফ, বাগেরহাট প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, মে ৬, ২০২১
  • 247 দেখুন

বাগরহাটর শরণখালায় তিন সহ¯্রাধিক পরিবার এবং কয়ক হাজার একর ফসলি জমির চাষাবাদ প্রয়াজনীয় পানির একমাত্র উৎস্য ভরাট হওয়া ‘উল্টারপাড়’ খালটি খননর উদ্যাগ নওয়া হয়ছ।

বহস্পতিবার দুপুর ১২টার দিক খনন কাজর আনুষ্ঠানিক উদ্বাধন করন বাগরহাট-৪ আসনর সংসদ সদস্য অ্যাডভাকট আমিরুল আলম মিলন। উপজলা পরিষদ ও রায়দা ইউনিয়ন পরিষদর অর্থায়ন খালটি খনন কাজ শুরু হয়।
জানা গছ, উল্টারপাড় খালটি রায়দা, খাÍাকাটা ও ধানসাগর এই তিন ইউনিয়নর সংযাগ ¯ল। প্রায় পাঁচ কিলামিটার দর্ঘ্যর এই খালটি রায়দা ইউনিয়নর উল্টারপাড় গ্রাম থক শুরু হয় মিশছ সুদরবনর ভালা নদীত গিয়। ওই তিন ইউনিয়নর তিন হাজাররও বশি পরিবার এই খালর পানির ওপর নির্ভর কর চল। হাজার হাজার একর জমির কষি ও সচকাজ এই খালর পানি ব্যবহার হয়।

কি খালটি ভরাট হওয়ার ফল অতি বষ্টিত এলাকায় জলাবব্ধতা সষ্টি হয়। অন্যদিক শু® মসুম পানি শুকিয় দখা দয় চরম পানি সংকট। য কারণ পানির অভাব কষকরাও জমিত মসুমি ফসল ফলাত পার না। তাই এলাকার মানুষর পানির সমস্যা দুর করত উপজলা আওয়ামী লীগর সভাপতি আজমল হাসন মুক্তা এই খালটি খননর উদ্যাগ গ্রহন করন।
¯ানীয় চাষী দলায়ার হাওলাদার, ছরায়ার খান, মজিবর রহমানসহ অনকই জানান, পানির অভাব হাজার হাজার একর জমি খালি পড় আছ। খাল পানি না থাকায় খরা মসুম তারা জমিত কানা ধরণর ফসল ফলাত পারছন না। বর্ষা মসুম জলাবব্ধতা দখা দয়। তখন ঠিকমতা চাষাবাদও করা যায় না। খালটি সম্পূর্ণ খনন হল তাদর অনক উপকার হব।
রায়দা ইউনিয়ন পরিষদর চয়ারম্যান ও উপজলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন বলন, খালটি খননর জন্য উপজলা ও ইউনিয়ন পরিষদর উনয়ন তহবিল থক অর্থ দওয়া হয়ছ। তাছাড়া পাঁচ কিলামিটার খলাটির সম্পূর্ণ অংশ খননর জন্য এলজিইডিত একটি প্রকল্প দওয়া আছ।

উপজলা আওয়ামী লীগর সভাপতি আজমল হাসন মুক্তা বলন, এলাকার মানুষর সমস্যার কথা চিÍা কর অর্থ সংগ্রহর মাধ্যম খালটি খননর উদ্যাগ নিয়ছি। খননকাজ উদ্বাধনকাল আমাদর এমপি মহাদয়ও খালটি যাত সম্পূর্ণ খনন হয় সব্যাপার সার্বিক সহযাগিতার করার আশ্বাস দিয়ছন।
খাল খননকাজ উদ্বাধনকাল শরণখালা উপজলা পরিষদর চয়ারম্যান মা. রায়হার উদ্দিন শাÍ, ইউএনও সরদার মাস্তফা শাহিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা. সাইদুর রহমান, আওয়ামী লীগর সাবক সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম খাকনসহ দলীয় নতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপ¯িত ছিলন। ##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102