সাতক্ষীরা তালায় মহামারি নভেল করোনা ভাইরাসের কারণে কর্মহীন ৫০ অসহায় দুস্থ পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী দিল রাজশাহী বিশ^বিদ্যালয় এলামনাই এ্যাসোসিয়েশনের (রাবিয়ান) । সামাজিক দুরাত্ব বজায় রাবিয়ান তালা উপজেলা শাখার আয়োজনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপহার হিসেবে প্যাকেজ দেওয়া হয় চাল, আলু, সোয়াবিন তেল, সেমাই, চিনি।
মঙ্গবার (১১ মে)সকাল ১০টায় তালা ডাকবাংলা চত্বরে উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ৫০অসহায় দুস্থ পরিবারে মাঝে এসব খাদ্য সামগ্রী বিতারণ উদ্বোধন করেন সাতক্ষীরা বাকশিস এর সভাপতি ও রাবিয়ান উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ এনামুল ইসলাম।
রাবিয়ান সাতক্ষীরা শাখার যুগ্ম আহবায়ক প্রভাষক সুতাপা রাহার সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সহকারি অধ্যাপক অচিন্ত্য সাহা প্রমুখ।
এসময় রাবিয়ান তালা প্রতিনিধি সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, আবু হাসান,আনিসুর রহমান,শেখ সাইদুর রহমান, লক্ষন চন্দ্র রায়, জীবানন্দ বিশ্বাস,কালীদাশ মন্ডল,এছাড়া রাজশাহী বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র লিটন দাশ,আদ-দ্বীন হাসনাত উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতারণ শেষে রাবিয়ান উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, সারাদেশে করোনাভাইরাসের কারণে সবাই এখন কর্মহীন । মানুষের এই সংকটময় মুহূর্তে সরকারের পাশাপাশি রারিয়ান সাধ্যমত চেষ্টা করছে কর্মহীন দুস্থ মানুষের পাশে থাকার। এর আগেও রাবিয়ান করোনা সচেতনতায় উপজেলায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। রাবিয়ানের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।