পবিত্র ঈদুল ফিতরের চাঁদ রাতে (১৪ মে) সেনা সদস্য স্বামীর হাতে খুন হয়েছেন কানিজ ফাতেমা (২০) নামের এক গৃহবধূ।
পাবনার সাঁথিয়া উপজেলার পার-করমজা গ্রামে এঘটনা ঘটে।
শনিবার (১৫ মে) সকালে পুলিশ স্বামী রাকিবুল ইসলাম (২৫) এর বাড়ির পাশে ইছামতি নদীর ক্যানেল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত কানিজ ফাতেমা বেড়া পৌর এলাকার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
জানা যায়, নির্যাতনে বাড়ি ছেড়ে যাওয়া কানিজ ফাতেমার সঙ্গে ঈদ করবেন বলে সেনা সদস্য স্বামী রাকিবুল তার শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে ফুঁসলিয়ে ডেকে এনেছিলেন। চাঁদ রাত ১ টার সময় শ্বাসরুদ্ধ করে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় রাকিবুল। অভিযুক্ত স্বামী রাকিবুলকে গ্রেফতার করেছে পুলিশ। রাকিবুল ফেঁচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে। নিহত কানিজ ফাতেমার ভাই ফরিদ হোসেন জানান, দুই বছর আগে রাকিবুলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের সময় সাড়ে পাঁচ লাখ টাকা যৌতুক দেয়া হলেও ভগ্নিপতি প্রায়ই তাকে নির্যাতন করত। এজন্য তার বোন বাবার বাড়ি চলে আসে। বৃহস্পতিবার রাতে রাকিবুল কৌশল করে কানিজকে তার বাড়ি নিয়ে আসে। তিনি দাবি করেন, রাকিবুলের পরকীয়া সম্পর্ক ছিল। সেই কারণেই পরিকল্পিত ভাবে ঈদের রাতে তার বোনকে নির্মমভাবে খুন করা হয়েছে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, ঈদের দিন কানিজের কোনো খোঁজ না পাওয়ায় স্বজনরা থানায় আসেন। তার ভাই অপহরণ মামলা দায়ের করেন। এরপর মৃতদেহ ইছামতি ক্যানেলের পানিতে কচুরি পানার মধ্যে ফেলে দেয়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সাঁথিয়া- বেড়া সার্কেল) জিল্লুর রহমান জানান, রাকিবুল একটি মেয়ের সঙ্গে কথা বলতেন। তবে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল কিনা পুলিশ এখনো নিশ্চিত নন। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, লাশ থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।