সাতক্ষীরার তালায় মুজাহিদুল ইসলাম (৩২) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তা আটক হয়েছে। মঙ্গলবার (২৫ মে) সকালে তালা উপজেলার সুজনসাহা এলাকায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে দিয়ে টাকা নিতে আসলে সাতক্ষীরা এনএসআই সদস্যরা তাকে আটক করে। আটককৃত মুজাহিদুল খুলনার ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আরশাফ আলী মোড়লের ছেলে।
আটক মুজাহিদুল ইসলাম বিরুদ্ধে নিজেকে এনএসই এর কর্মকর্তা পরিচয় দিয়ে তালা, ডুমুরিয়া, কেশবপুর এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
তালার ইসলামকাটি গ্রামের আলতাফ (৪২),শফিকুল (৪৫),শাহিনুর সরদার ডুমুরিয়ার চুকনগরের আব্দুল হালিম মোড়ল জানান, মুজাহিদুল ইসলাম নিজেকে এনএসই এর বিভাগীয় কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের কাছ থেকে চাকুরি দেওয়া, বাড়ি নির্মাণ, বিদেশ ও হজ্জ্বে পাঠানোর কথা বলে বিভিন্নভাবে অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে আরও টাকা চাওয়ায় সন্দেহ হলে ভুক্তভোগীরা সাতক্ষীরা এনএসআই কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে জানতে পারে এই নামে কোন কর্মকর্তা নাই।
সাতক্ষীরা এনএসআই অফিস সুত্রে জানা গেছে, মুজাহিদুল ইসলাম একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় প্রবেশ করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লোভে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। সাতক্ষীরা ডিডি এনএস আই মোঃ জাকির হোসেন জানান, তার ব্যবহৃত মোবাইল থেকে অনেক গোপন তথ্য পাওয়া গেছে বলে তবে তদন্তের স্বর্থে সেটি এখনই প্রকাশ করা যাবে না।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, তালার ইসলামকাটি এলাকা থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মুজাহিদুল। মঙ্গলবার সকালে সুজনশাহা এলাকায় প্রতারণা করে টাকা নেওয়ার সময় এলাকাবাসির সহযোগিতায় সাতক্ষীরা এনএসআই তাকে আটক করে তালা থানা পুলিশে সোপর্দ করেছে। তিনি আরও জানান, এ ঘটনায় তালা থানায় মামলার প্রস্তুতি চলছে। এরপর তাকে সাতক্ষীরা ডিবিতে হস্তান্তর করা হবে।