উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাতক্ষীরা শ্যামনগরের কাফনের কাপড় পরে আন্দোলনের ঘটনায় আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ও জলবায়ু যোদ্ধা শাহীন বিল্লাহকে লাঞ্ছিত করার প্রতিবাদে তালায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ মে) সকালে তালা ডাকবাংলোর সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আমরা বন্ধু ফাউন্ডেশনের সমন্বয়ক এস এম নাহিদের হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ,তালা প্রেসক্লাবের সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদি, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, আমরা বন্ধু তালা উপজেলা টিমের সরদার সাব্বির আহম্মেদ, তালা ব্লাড ব্যাংকের এডমিন আব্দুল্লাহ আল মামুন সৈকত, গ্রীন ম্যানের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সজীব প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, শ্যামনগরের পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের মতো কিছু জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের কতিপয় কর্মকর্তারা চায় না উপকূলে টেকসই বেড়িবাঁধ হোক। এজন্য তারা জলবায়ু যোদ্ধা শাহীন বিল্লাহকে লাঞ্ছিত করেছে।
বক্তারা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আমরা বন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সদস্য ফয়সাল বাপ্পি, আমরা বন্ধু তালা উপজেলা শাখার সদস্য সেখ রাশীদুজ্জামান রাজা, ওয়াসিফ আহমেদ জিসান, আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত,অর্ঘ্য ঘোষ, এসএম তানভীর হোসেন, রাফসান আহমেদ, সরদার সাকিব প্রমূখ।
মানববন্ধনে তালা উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশেষ ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করেন।