১৯৬৩ সালের এই দিনে কুমার বিশ্বজিৎ জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে।
ছেলেবেলা থেকেই গানের প্রতি একান্ত ভালোলাগা আর টান তাঁকে একজন পেশাদার গায়ক হয়ে ওঠতে সাহায্য করে। সংগীতই তাঁর ধ্যান ও জ্ঞান। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে কুমার বিশ্বজিৎ বলেছেন, ‘গানে নতুনত্ব ও বৈচিত্র্যকে ধরে রাখতে হলে একজন সঙ্গীত শিল্পীকে অবশ্যই সমসাময়িক বিশ্ব সঙ্গীত ও বিশ্ব সংস্কৃতির সাথে সংযুক্ত থাকতে হবে।’
কুমার বিশ্বজিৎ একাধিকবার জাতীয় পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধু স্মৃতি পুরস্কার, জিয়া স্মৃতি পুরস্কার, যায় যায় দিন, চ্যানেল আই চলচিত্র পুরস্কার, চ্যানেল আই পারফরম্যান্স পুরস্কার, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, বিনোদন বিচিত্রাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।
কুমার বিশ্বজিতের গাওয়া অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। শুরুতে ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’ গানটি গেয়ে সঙ্গীত ভুবনে আলোড়ন তোলেন। পরবর্তীতে ‘তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে’, ‘ভিটা নাই রে’, ‘তুমি যদি বলো পদ্মা-মেঘনা’, ‘শাল পিয়ালের বোনে’, ‘যারে ঘর দিলা’, ‘জন্মিলে মরিতে হবে’, ‘আমি সাম্পানে বাঁধিব ঘর’, ‘মানুষ বুড়ো হয় মন বুড়ো হয় না’, ‘মাতাল হাওয়া কেন বুকের মাঝে মিশে’, ’সেই কথা সেই স্মৃতি ছিলাম খেলার সাথি’ ‘ও ডাক্তার’, ‘তোমরা একতারা বাজাইও না’, ‘মা’, প্রভৃতি।
শুভ জন্মদিন বিশ্বজিৎ দা। শুভ কামনা নিরন্তর।