বিভিন কর্মসুচির মধ্য দিয় রাজাপুর ভুমি সবা সপ্তাহ ২০২১ উদ্ধাধন করা হয়ছ। এ উপলক্ষ্য আজ রবিবার দুপুর ১২ টায় উপজলা ভুমি অফিস কার্যলয় আলাচনা সভা অনুষ্ঠিত হয়ছ।
উপসহকারি কর্মকর্তা ভুমি মা.ইমদাদুল ইসলামর সঞ্চালনায় রাজাপুর উপজলা নির্বাহী অফিসার মা.মাক্তার হাসনর সভাপতিত্ব আলাচনা সভায় প্রধান অতিথি উপজলা চয়ারম্যান অধ্যক্ষ মা:মনিরুজ্জামান ভুমি সপ্তাহর আনুষ্ঠানিক ভাব উদ্ধাধন কাল বলন আমরা ০৬-০৬-২০২১ খ্রিঃ হত ১০-০৬-২০২১ খ্রিঃ পর্যÍ ভূমি সবা সপ্তাহ পালন করত যাছি। সইসাথ আরও আনদর সাথ
জানাছি য, মাননীয় প্রধানম¿ীর বলিষ্ঠ নতত্ব য ডিজিটাল বাংলাদশ গড় উঠছ, সই দশ ‘ভূমি উনয়ন কর’ দিত ইউনিয়ন ভূমি অফিস যাওয়ার দিন শষ হত চলছ। ঘর বসই ভূমি উনয়ন কর দিত রজিস্ট্রশন করা যাব। দশর রাজস্ব খাত ভুমির কর একটি গুরত্বপুর্ণ অবদান রাখ।অনুষ্ঠান বিশষ অতিথি হিসব উপ¯িত থক বক্তাব্য রাখন উপজলা ভাইস চয়ারম্যান জিয়া হায়দার খার লিটন,মহিলা ভাইস চয়ারম্যান আফরাজা আক্তার লাইজু,রাজাপুর সরকারি কলজ এর অধ্যক্ষ গালাম বারী খান।উদ্ধাধনী অনুষ্ঠান ও আলাচনা সভায় উপ¯িত থক আরা বক্তাব্য রাখন উপজলা কষি অফিসার রিয়াজ উল্লাহ বাহাদুর,উপজলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা.দিনশ চদ্র
মজুমদার,ইউনিয়ন সহকারি ভুমি কমিশনার মা.তহিদুল ইসলাম প্রমুখ।
সহকারি কমিশনার ভুমি অনুজা মন্ডল ভুমি মালিকদর উদ্যশ বলন, এই ভূমি সবা সপ্তাহ সম্মানিত ভূমি মালিকগন রাজাপুর উপজলা ভূমি অফিস এবং রাজাপুর উপজলার ইউনিয়ন ভূমি অফিসসমূহ গিয় নিজদর ভূমি উনয়ন কর প্রদান, অন লাইন ভূমি উনয়ন কর প্রদানর লক্ষ্য রজিস্ট্রশন সম্পনসহ ভূমি বিষয়ক সবা গ্রহন করত পারবন। সম্মানিত ভূমি মালিকগনর যকান পরামর্শ অথবা অভিযাগর জন্য আপনারা যাগাযাগ করত পারন আমার ফান নম্বর অথবা ইনবক্স করত পারন সহকারী কমিশনার (ভূমি) এর অফিসিয়াল ফসবুক আইডিত। দশর রাজস্ব খাত ভুমির কর একটি গুরত্বপুর্ণ অবদান রাখ। আলাচনা শষ ফিতা কট ভুমি সবা সপ্তাহর শুভ উদ্ধাধন করা হয়।