‘ঘরোয়াভাবে শনিবার প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।’
আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। গত শনিবার (৫ জুন) বিরামপুরের মেয়ে শাম্মী আকতার মনিকে বিয়ে করেন তিনি। বৃহস্পতিবার (১০ জুন) রাতে কনের বড় ভাই মো. মিলন হোসেন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মিলন হোসেন বলেন, ‘ঘরোয়াভাবে শনিবার প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমার বোনের সঙ্গে রেলমন্ত্রীর বিয়ে হয়েছে। বিয়েতে বরপক্ষে উপস্থিত ছিলেন বিরামপুরের বিচারপতি ইজারুল হক ও তার স্ত্রী। কনে পক্ষে আমি ও আমার ভাই উপস্থিত ছিলাম।’
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে ছোট পরিসরে যতটুকু করা দরকার, সেভাবে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। আমার বোন উত্তরায় থাকে। সে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অ্যাডমিনে চাকরি করতো। বর্তমানে সে ল’ পাস করে হাইকোর্টে এক সিনিয়রের সঙ্গে প্র্যাকটিস করছে।’
তিনি আরও বলেন, ‘আমার বোন বর্তমানে উত্তরার বাসায় আছে। ডিসেম্বর মাসে স্বামী রেলমন্ত্রী সুজনের বাড়িতে যাবে। আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠান করে স্ত্রীকে বাসায় নেবেন রেলমন্ত্রী। বর্তমানে স্ত্রীর বাসাতেই অবস্থান করছেন তিনি।’
এ ব্যাপারে রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) রাশেদ প্রধান বলেন, ‘বিয়ের বিষয়টি আমরা শুনেছি, যা বলার মন্ত্রী নিজেই বলবেন। আমাদের কাছে এখনও ধোঁয়াশা। পরিষ্কার করে কিছুই বলতে পারছি না।’
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন, রেলমন্ত্রী বিয়ে করেছেন এটি সঠিক। বিষয়টি আমি তার ঘনিষ্ঠজনদের কাছে শুনেছি। তবে তার পরিবারের অনেকেই এখনও বিষয়টি জানেন না। এমনকি জেলা আওয়ামী লীগের দায়িত্বশীলরাও জানেন না। বিষয়টি আনুষ্ঠানিকভাবে মন্ত্রী নিজেই জানাবেন।
২০১৮ সালের ডিসেম্বরে মারা যান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের স্ত্রী নিলুফার জাহান। তাদের ঘরে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ নির্বাচনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।