ঝালকাঠিতে চীনের তৈরি সিনোফার্মা ভ্যাকসিন এসেছে। বুধবার সকালে ঢাকা থেকে বিশেষ ভ্যাকসিন বহনকারী গাড়ি সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কেন্দ্রে পৌছে দেয়া হয়।
ঝালকাঠি জেলায় প্রথম ধাপে এই ভ্যাকসিন ২৪শ এ্যামপুল এসেছে। জেলা প্রশাসক মো. জোহর আলী আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন গ্রহণ করেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী, এমওসিএস ডাঃ হাফিজুর রহমান ও ইপিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় ৭ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৯ হাজার ৩শ ৪৮জন প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন।
এদের মধ্যে ১২হাজার ৭শ ১১জন পুরুষ ও ৬ হাজার ৩শ ৩৭জন নারী রয়েছেন।
গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত ১৫হাজার ৮জন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ২শ ৮০জন পুরুষ ও ৪হাজার ৭শ ২৮জন নারী রয়েছেন।
ঝালকাঠি জেলায় ২২ হাজার ৭ শ ৪৪জন ভ্যাকসিন গ্রহণের নিবন্ধন করেছিল তবে, ভ্যাকিসি নিয়েছে ১৯হাজার ৩শ ৪৮জন।