নভেল করোনা ভাইরাস (কোভিট-১৯) সংক্রমণের প্রতিরোধক দুই ডোজ টিকার গ্রহণের পরও করোনায় আক্রান্ত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও তার স্ত্রী উপজেলা মহিলা সংস্থা’র চেয়ারম্যান সুতপা রাহা টুম্পা ।
মঙ্গলবার (১৫জুন)সামান্য জ¦র ও গলা ব্যথা নিয়ে সস্ত্রীক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেষ্ট করান।টেষ্টে তাদের করোনা পজেটি শনাক্ত হয়। বিষয়টি গতকাল সন্ধ্যায় প্রণব ঘোষ বাবলু এপ্রতিনিধিকে নিশ্চিত করে সুস্থতার জন্য সকলের কাছে আর্শীবাদ চেয়েছেন।
প্রণব ঘোষ বাবলু করোনার কারণে পিছিয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী ছিলেন। করোনাকালীন সময়ে তিনি খলিলনগর ইউনিয়নব্যাপী করোনা আক্রান্ত ব্যাক্তিদের পাশে থেকে সর্বাত্বক সহযোগিতা ও মনোবল চাঙ্গা করেছেন ।
উল্লেখ্য, তালায় বুধবার ৪১ জনের নমুনা সংগ্রহ করে রেপিড এন্টিজেন টেষ্টে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
গত ১৬ দিনে তালা উপজেলা ১৬৩ জনের রেপিড এন্টিজেন টেষ্টে ৭৪ জনের করোনা পজিটিভ বিষয়টি তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার নিশ্চিত করেছেন।