নিজের স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর দায়ে এক মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তার স্ত্রী।
বুধবার (১৬ জুন) কুলিয়ারচরের নিজ বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বজলুর রহমান বিপ্লব (৪৫)। তিনি একই এলাকার মৃত আমির চাঁন বেপারীর ছেলে।
মামলার এজাহার ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিপ্লব তার প্রথম স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। তিনি আরও চারটি বিয়ে করেছেন। এ কারণে প্রথম স্ত্রী প্রতিবাদ করলে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার আপত্তিকর ছবি ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
পরে মঙ্গলবার (১৫ জুন) রাতে বজলুর রহমানের প্রথম স্ত্রী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১)(ক)/২৯(১)/৩১(১)/৩১(২) ধারায় একটি মামলা করেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সেবনের আসরে বিশেষ অভিযান পরিচালনা করে আরও তিনজনসহ বজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়।