সাতক্ষীরার তালায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ (১৭) নামে এক কিশোরের মর্মানতিক মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া গ্রামের পাটকেলঘাটা -মাগুরা সড়কের ড্রাগন ফল বাগানে ঘটনাটি ঘটেছে।
নিহত আমানুল্লাহ উপজেলার বলারামপুর গ্রামের মফিজুল ইসলাম বাবুর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, খুলনা সরকারী সুন্দরবন কলেজের রাষ্ট্রবিজ্ঞান এর প্রভাষক মোঃ তৌহিদুজ্জামন সম্প্রতি ফলেয়া মাঠে প্রায় ১০ বিঘা জমিতে পরীক্ষামুলক ড্রাগন ফলের চাষ শুরু করেন। ড্রাগন ফলের বাগানে শুরু থেকে দৈনিক মজুরীতে কাজ করতেন নিহত আমানুল্লাহ।
প্রতিদিনের ন্যয় আজ কাজ শেষে পাশ্ববর্তী বিদ্যুৎ সংযোগ গ্রাহক সাহেরা বেগমের ব্যবহারিক বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে তার ছাড়িয়ে আনছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমানুল্লাহ মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ড্রাগন বাগান মালিক জানিয়েছেন,
তিনি খুলনাতে আছেন।অসাবধানতার ফলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছেন ।
এ বিষয়ে সাতক্ষীরা পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম জানিয়েছেন, কি কারণে ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল তা তদন্ত করে সমিতির নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি )মেহেদী রাসেল জানিয়েছেন,খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা