ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টার আরও ৮ জন মৃত্যু বরণ করেছেন। জেলায় নতুন করে আরও ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিনের আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও।
বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মযমনসিংহের ভালুকার সাহেরা খাতুন (৬৫), শেরপুর সদরের কাজী নজরুল (৭৫), নেত্রকোনা সদরের রাজিয়া খাতুন (৫২) ও কিশোরগঞ্জের বাজিতপুরের আবেদ আলী (৫২) মারা যান। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও চার জন। তারা হলেন- ময়মনসিংহ সদরের জামতলা এলাকার মজিবুর রহমান (৬৫), মুক্তাগাছার মাহবুব আলম (৪৫), শেরপুর সদরের জিনাত আরা (৩৪) ও নেত্রকোনা সদরে আলেয়া বেগম (৩০)।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এব্যাপারে জানান, বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত আইসিইউতে ১২ জন, সাধারণ ওয়ার্ডে ২ শ ২২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, মেডিকেলে ২১০ শয্যা থেকে আপদকালীন আরও ৩২টি আসন বাড়ানো হয়েছে। বর্তমানে সর্ব্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি থাকায় সেবা দিতে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের । গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৭৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।