দেশব্যপী চলমান কঠোর লকডাউনকে উপেক্ষা করে সাতক্ষীরা তালায় বিয়ের অনুষ্ঠান করায় কনের পিতার অর্থদন্ড দেয়া হয়েছে। তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
অভিযানে তালা থানার ওসি মো. মেহেদী রাসেল’র নেতৃত্বে একদল পুলিশ অংশগ্রহন করেন।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, লকডাউন উপেক্ষা বৃহস্পতিবার (১ জুলাই) রাতে কনের পিতার বাড়ি তালার চরগ্রামে অনুষ্ঠানের মধ্যদিয়ে বিয়ে সম্পন্ন করার খবর পান। খবর পেয়ে রাত ৯টার দিকে চরগ্রামে কনের পিতা তরুন পালের বাড়িতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালোনা করা হয়।
তালা থানা পুলিশের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ-উল-হাসান’র ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে বিয়ের অনুষ্ঠান বন্ধ সহ কনের পিতাকে ৩হাজার টাকা অর্থদন্ড করা হয়। এসময় পুলিশ এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের বরসহ অনেকেই অনুষ্ঠান থেকে পালিয়ে যান।বিয়ের অনুষ্ঠান থেকে বরসহ তার স্বজনরা পালিয়ে যাওয়ায় বরের নাম ঠিকানা জানা যায়নি। তবে তরুন পালের মেয়ে লাবনীর সাথে ঢাকায় চাকরিরত যশোর জেলার মনিরামপুর এলাকার একটি ছেলের সাথে বিয়ে হচ্ছিল বলে শুনেছেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান জানান, ঘটনাস্থল যেয়ে বিয়ের অনুষ্ঠান বন্ধ সহ লকডাউন উপেক্ষা করে অনুষ্ঠান করার অপরাধে কনের পিতা তরুন পালকে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।