ঈদুল আজহা ঘিরে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ১ জুলাই থেকে সারা দেশে সর্বাত্মক বিধিনিষেধ চলছে। ১৪ জুলাই বুধবার পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা রয়েছে। এখন ঈদ সামনে রেখে বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রগুলো জানিয়েছে।
অপর দিকে দেশে এক দিনে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ রোববার। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। রোগী শনাক্তের এই সংখ্যা এক বছরের বেশি সময় ধরে চলমান মহামারির মধ্যে এক দিনে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২২০ জন।