ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পশ্চিম প্রান্তের চাড়াখালী। পাগ্রামশেই রয়েছে সদর ইউনিয়নের বড়-কৈবর্তখালী গ্রাম। দুই ইউনিয়নের দুই গ্রামের মাঝে সংযোগস্থলে রয়েছে পোনা নদী। যেখানে দীর্ঘদিনেও ব্রীজ নির্মাণ না হওয়ায় দুই গ্রামের হাজারো মানুষকে ঝুকিপুর্ন বাশের সাকো দিয়ে চলাচল করতে হতো যা তাদের জন্য ছিলো চরম দুর্ভোগের। এমন অবস্থায় গ্রামের মানুষের ভোগান্তির কথা ভেবে ব্রীজ নির্মাণের জন্য উদ্যোগ গ্রহন করেন চাড়াখালীর ইউপি সদস্য রফিকুল ইসলাম ইলিয়াস। একটি পুরোনো বীজের লোহার মালামাল উপজেলা প্রশাসনের কাছ থেকে এনে স্বেচ্ছাশ্রম ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় গ্রামবাসীর জন্য আয়রন ব্রীজটি নির্মাণের কাজ শেষ করেছে স্থানীয়রা।
সোমবার (১৯ জুলাই) এ উপলক্ষে এলাকাবাসীর আয়োজনে ব্রীজটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অনুজা মÐল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এএইচএম খাইরুল আলম সরফরাজ, সিনিয়র সহ-সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সদর ইউনিয়নের সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর সহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এলাকাবাসীকে সাথে নিয়ে প্রধান অতিথি ফিতা কেটে ব্রীজটি উদ্বোধন করেন। ব্রীজটি নির্মানের ফলে কয়েক গ্রামের মানুষ নির্বিঘে যাতায়াতের ব্যাবস্থা হয়েছে।