গাইবান্ধার পলাশবাড়ী তে মাছ ধরতে গিয়ে জালে উঠে এলো রাধাকৃষ্ণের মূর্তি। ঘটনা টি ঘটেছে ঢোলভাঙ্গার নলেয়া নদীতে।
জানাযায়,৯ আগষ্ট সোমবার বিকেলে পলাশবাড়ী থানাধীন ৫নং মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গি গ্রামের শাহ আলমের ছেলে আইয়ুব আলী ঢোলভাঙ্গা ব্রিজের নিচে নলেয়া নদীতে মাছ ধরতে যায়। এ সময় জালে মাছের পরিবর্তে উঠে আসে রাধাকৃষ্ণের মূর্তি এবং সেটা সযত্নে নিজের কাছে রেখে দেয়! এরপর শুরু হয় জনগুঞ্জন! এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান নেতৃত্বে এসআই আব্দুর রহমান মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজত রাখেন।
পুলিশ জানায়, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মূর্তিতে রাধা কৃষ্ণের অবয়ব আছে। মুক্ত একটি পিতলের তৈরি ওজন 1.4 কেজি। মূর্তিটির গায় খোদায় করা 1839 লেখা আছে।