খুলনা জেলার রূপসা উপজেলার সিয়ালী গ্রামে,পটুয়াখালীর কলাপাড়া, মৌলভীবাজারের কুলাউরাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে প্রতিমা ভাংচুর,হিন্দু সম্প্রদায়ের লোক জনের উপর হামলা , সাম্প্রদায়িক উস্কানী , সংখ্যা লগুদের বাড়ী ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় অব্যহত হামলা, ভাংচুর ও লুটপারে প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় আখড়াবাড়ি মন্দির থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
হিন্দু –বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন কমিটি যৌথ ভাবে এ কর্মসূচীর আয়োজন করে। এতে বাংলাদেশ হিন্দু পরিষদ ও হরিচাদ কেন্দ্রীয় মন্দিরসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে। কর্মসূচীতে প্রায় ৫শতাধীক মানুষ অংশগ্রহণ করে। হিন্দু –বৌদ্ধ-খিষ্টান ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট অমল চন্দ্র দাস এর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডাক্তার অসীম কুমার সাহা, সহ-সভাপতি এ্যাডভোকেট নির্মল কান্তি দে তরনী, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক অলোক সাহা, সাংগঠনিক সম্পাদক সুজন হালদার, সদর উপজেলা শাখার সভাপতি দীলিপ হালদার, এ্যাডভোকেট মানিক আর্চায্য, কার্তিক দত্তসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ